ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের Lyrics এবং অডিও
সম্মানিত পাঠক, আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি "ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics". ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি ২০১৫ সালের দিকে ইন্টারনেটে রিলিজ হওয়ার পর থেকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের Lyrics এবং অডিও
২০২৩ সালে এসেও এই গানের চাহিদার নেই কোন কমতি। যাই হোক আপনি যদি ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের লিরিক্স খুজে থাকেন তবে সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের লিরিক এবং অডিও।
Dhono Dhanno Song by Sourendro-Soumyojit. ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লিরিক্স, গানের নাম, ধন ধান্য পুষ্প ভরা, গানটির সুরকার হচ্ছেন, দ্বিজেন্দ্র লাল রায় এবং গানটির গীতিকার হচ্ছেন, দ্বিজেন্দ্র লাল রায়।
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা MP3 Download
Play Online
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা Lyrics
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির সুরকার কে?
আমাদের ভেতর অনেকেই জানতে চায়, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির সুরকার কে? এই গানটি সুরকার হচ্ছেন: হচ্ছেন (দ্বিজেন্দ্র লাল রায়) এবং গানটির গীতিকার হচ্ছেন, দ্বিজেন্দ্র লাল রায়। আশা করি উত্তরটি পেয়েছেন।
শেষ কথা:
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লিরিক্স, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং প্রতিদিন আরো নতুন নতুন গানের লিরিক পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে ধন্যবাদ।
Tags:
ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা lyrics স্বরলিপি, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কবিতা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, ধন ধান্যে পুষ্পে ভরা গান, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গীতিকার, বসুন্ধরা গানের লিরিক্স।